Home সারাদেশ আনন্দ-উচ্ছ্বাসে সাংবাদিক সংসদ কক্সবাজার’র ঈদ পুনর্মিলনী সম্পন্ন

আনন্দ-উচ্ছ্বাসে সাংবাদিক সংসদ কক্সবাজার’র ঈদ পুনর্মিলনী সম্পন্ন

0

কক্সবাজার প্রতিনিধি :
আনন্দ-উচ্ছ্বাসে অনুষ্ঠিত হলো সাংবাদিক সংসদ কক্সবাজার এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। (১৪ জুন) শনিবার দৃষ্টিনন্দন হোটেল শৈবালে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনলাইন নিউজ পোর্টাল কক্সবাজার নিউজ (সিবিএন) এর সম্পাদক ও কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ আকতার চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, “সাংবাদিকতার মূল ভিত্তি হলো নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতা। বর্তমান সময়ে সাংবাদিকতা একটি রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে, যা প্রযুক্তির বিকাশ, সমাজের পরিবর্তনশীল চাহিদা এবং বৈশ্বিক প্রেক্ষাপটের সঙ্গে জড়িত। তবে সাংবাদিকতার চ্যালেঞ্জ অনেক বড়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ সত্যকে ধারণ করে মিথ্যার সঙ্গে লড়াই করা।

একঝাঁক পেশাদার সাংবাদিকের প্রিয় সংগঠন সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল করিম শহিদ, সহ-সাধারণ সম্পাদক জিকির উল্লাহ জিকু, শাহেদ হোছাইন মুবিন, সাংগঠনিক সম্পাদক এম এ সাত্তার, মোঃ জাহাঙ্গীর আলম শামস, আবদুল মালেক সিকদার ও কালের কণ্ঠের (মাল্টিমিডিয়া) কক্সবাজার প্রতিনিধি আরোজ ফারুক।

সভাপতি এম.এ আজিজ রাসেল বলেন, “মানুষের সেবায় সাংবাদিকদের নিজেকে বিলিয়ে দিতে হবে। এ সংগঠনের প্রত্যেক সদস্যদের আরও যোগ্য হিসেবে গড়ে তুলতে শীঘ্রই যুগোপযোগী প্রশিক্ষণের আওতায় আনা হবে।”

সদস্যদের কথামালা, গান-আড্ডায় মুখরিত ছিল পুরো অনুষ্ঠান। এতে সাংবাদিক সংসদের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version