Home সারাদেশ নরসিংদীর মাধবদীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান অবশেষে বিয়ে

নরসিংদীর মাধবদীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান অবশেষে বিয়ে

18
0

তালাত মাহামুদ, নরসিংদী প্রতিনিধি।

নরসিংদীর মাধবদীর গদাইরচর গ্রামে প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়া সুবর্ণা আক্তার (১৬) কে অবশেষে প্রেমিক সুমন মিয়া (২১) বিয়ে করতে বাধ্য হয়েছেন। প্রায় তিনদিন প্রেমিক সুমনের বাড়িতে অবস্থানের পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় সোমবার (১৬ জুন) তাদের বিয়ে সম্পন্ন হয়।

প্রেমিকা সুবর্ণা সাতগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা ও রসুলপুর ওসমান মোল্লা ফাজিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী।গত আট মাস পুর্বে ফেসবুকে প্রূমিক সুমনের সঙ্গে তার পরিচয় হয় । ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক হলেও সুমনের পরিবার সুবর্ণা কে ঘরে তুলতে অস্বীকৃতি জানায়। ফলে তালাবদ্ধ ঘরে অবস্থান করে সুবর্ণা বিয়ের দাবিতে অনড় থাকেন।

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হয়। প্রথম দিকে সমাধান না হলেও, স্থানীয় দের হস্তক্ষেপে শেষ পর্যন্ত প্রেমিক সুমন ও পরিবারের সবাই বিয়েতে রাজি হন। এখন তা পরিণতির (বিয়ে) মাধ্যমে শান্তি পূর্ণভাবে সমাধান হয় ।

প্রেমিকা সুবর্ণার সাহসিকতা ও সমাজে নারীর অধিকার ও সম্মানের প্রশ্নে নতুন বার্তা দিয়েছে । এলাকাবাসী দাবি ও মনে করেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here