নাসিরনগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি মাদ্রাসায় চাচা ও ভাতিজার মধ্যে দ্বন্দ্বের কারণে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, জায়গা সম্পত্তি নিয়ে
চাচা ও ভাতিজার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে মাদ্রাসায় তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং বর্তমানে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। ঘটনাটি ঘটেছে, ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের বালীখোলা গ্রামে।
ওই ঘটনায় ভুক্তভোগী চাচা বশীর আহাম্মদ জানান, আমার বড় ভাই হোসেন আহাম্মদ এর সাত ছেলে। ভাতিজা সালাম মিয়ার নেতৃত্বে কালাম,মালম,কাপ্তান,আনা মোল্লা, বাবুল, মামুন আমার জমি দখল করে আমার ওপর দীর্ঘদিন ধরে অত্যাচার ও নির্যাতন করে আসছে।তাদের ভয়ে আমি বাড়ি থেকে পালিয়ে বেড়াই। ঈদের সময় গত ৯ জুন ২০২৫ (সোমবার) রাতে তারা আমার বসতঘরে হামলা চালায় ও লুটপাট করে এবং আমার ফার্মেসী দোকানঘর ও বালিখোলা গাউছিয়া মীরানিয়া সুন্নিয়া নূরানী ও মহিলা মাদ্রাসায় তালা ঝুলিয়ে দেয়।
ভলাকুট ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য তৈয়ব হোসেন বলেন,মাদ্রাসায় তালা, ফার্মেসী তালা, বাড়ি ও জমি দখল, ফসলি জমি থেকে ধান কেটে নেওয়ার মতো মতো ঘটনা সত্য। বশীর আহাম্মদের ভাতিজা সালাম ঢাকা থেকে আসলেই চাচাদের সাথে এসব ঝামেলা করে।
তিনি বলেন, জমি সক্রান্ত বিষয় নিয়ে চাচা এবং ভাতিজার মধ্যে দীর্ঘদিন দ্বন্দ্ব চলছিল। এই দ্বন্দ্ব এক পর্যায়ে চরম আকার ধারণ করে।আমরা বেশ কয়েকবার সালিশ মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। বিষয়টি নিয়ে গ্রামবাসী আতঙ্কে ভুগছে।
এবিষয়ে অভিযুক্ত সালাম মিয়া বলেন, মাদ্রাসায় তালা দেওয়ার বিষয়টি সঠিক নয়। ঈদের ছুটির কারনে মাদ্রাসার কার্যক্রম এমনিতেই বন্ধ রয়েছে।আরো যেসকল অভিযোগ করা হয়েছে সেগুলোও সঠিক নয়।বরং বশীর আহাম্মদ আমাদের ওপর হামলা করেছে।এ ঘটনায় গত ১১ জুন বশীর আহাম্মদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।