Home সারাদেশ গফরগাঁও হেল্পলাইনের ওয়েবসাইট উদ্বোধন, সেবামূলক পথচলায় নতুন দিগন্ত

গফরগাঁও হেল্পলাইনের ওয়েবসাইট উদ্বোধন, সেবামূলক পথচলায় নতুন দিগন্ত

0

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহ গফরগাঁওয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন“গফরগাঁও হেল্পলাইন” তাদের ছয় বছরের মানবিক ও সেবামূলক পথচলার এক গৌরবোজ্জ্বল মাইলফলক উদযাপন করলো আজ। এই উপলক্ষে গফরগাঁও উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে সংগঠনটির নিজস্ব ওয়েবসাইট www.gafargaonhelpline.com আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এনএম আবদুল্লাহ আল মামুন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন,গফরগাঁও হেল্পলাইন একটি সংগঠনের পাশাপাশি মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রযুক্তির এই যুগে তাদের নিজস্ব ওয়েবসাইট চালু করা একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ।”

অনুষ্ঠানে গফরগাঁও হেল্পলাইনের প্রতিষ্ঠাতা আকরাম হুসাইন তাহসিন বলেন,
“আমরা যে স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলাম ছয় বছর আগে, তা আজ একটি দৃঢ় ও শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। নতুন ওয়েবসাইটের মাধ্যমে গফরগাঁওবাসী প্রয়োজনীয় তথ্য ও সহায়তা আরও সহজে ও দ্রুততার সাথে পাবে ইনশাআল্লাহ।”

সংগঠনের সাধারণ সম্পাদক তাশরিফ আহমাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গফরগাঁও প্রেসক্লাবের আহ্বায়ক রুবেল মাহমুদ, অর্থ সম্পাদক ইয়াসিন সাবেত এবং উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ আলি ফারুকী, দফতর সম্পাদক তরিকুল ইসলাম তন্ময়, সহ-দফতর সম্পাদক শেখ ফয়সাল, সহ-অর্থ সম্পাদক নুর মোহাম্মদ আজাদী, সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক জুবায়ের আকন্দ প্রমুখ।

অনুষ্ঠানটি ছিল তথ্যপ্রযুক্তির সহায়তায় সেবার পরিধি বাড়ানোর এক আশাব্যঞ্জক প্রয়াস। স্থানীয় পর্যায়ে ডিজিটাল সংযোগ এবং সমাজসেবায় তরুণদের সম্পৃক্ততায় গফরগাঁও হেল্পলাইনের এই উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version