বিশেষ প্রতিনিধি, খুলনা:
খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটী গ্রামে ভুয়া দলিল ও অবৈধ কাগজপত্র তৈরীর প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (১৯ জুন ২০২৫) দুপুরে দিঘলিয়ার বারাকপুর ইউনিয়নের লাখোহাটী গ্রামের তিন রাস্তার মোড় থেকে তাদের আটক করা হয় বলে জানানো হয় যৌথ বাহিনীর প্রেস এ ব্রিফিংয়ে।
আটককৃতরা হলেন- লাখোহাটী গ্রামের জহুর গাজীর ছেলে আশিকুজ্জামান রিংকু (৪০) ও একই গ্রামের আকরাম শেখের ছেলে তুরজাউন শেখ (২৫)।
গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী ও পুলিশের সম্মিলিতভাবে বারাকপুর ইউনিয়নের লাখোহাটী গ্রামের তিন রাস্তার মোড়ের তুরজাউন টেলিকম অ্যান্ড স্টুডিওতে অভিযান পরিচালনা করে। এ সময় যৌথ বাহিনীর সদস্যরা অবৈধ এবং ভুয়া দলিল, খতিয়ান, নামজারি, মিউটেশন, পরচা এবং বিভিন্ন অফিসে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামের বিভিন্ন প্রকার সিলসহ এ সংক্রান্ত বিভিন্ন কাগজপত্র উদ্ধার করে।
যৌথ বাহিনীর দেওয়া তথ্য মতে, আসামিদের ভাষ্যমতে দিঘলিয়া সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত মোড়ল মফিজুর রহমান তাদের মূল সহযোগী এবং অধীনস্থ হিসেবে কাজ করে বলে মৌখিক ভাবে জানায়। এ বিষয়ে দিঘলিয়া থানায় কর্মরত এসআই মোঃ জামিল উদ্দিন তাদের এই চক্রের সকল সদস্যদের গ্রেপ্তার করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। জব্দকৃত মালামাল ও আসামিদের দিঘলিয়া থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী।
দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন জানান, এ ব্যাপারে দিঘলিয়া থানায় একটি মামলা হয়েছে। আটককৃত দু’জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।