Home সারাদেশ প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

0

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হওয়া আশিকুজ্জামান (২১) নামের এক যুবক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার (২০ জুন) সকালে হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। নিহত আশিকুজ্জামান লালমনিরহাট সদর উপজেলার ফুলগাছ এলাকার বাসিন্দা।
এর আগে বৃহস্পতিবার (১৯ জুন) শেষ বিকেলে ফুলবাড়ী উপজেলার কবিরমামুদ (গাবেরতল) এলাকায় ফুলবাড়ী-লালমনিরহাট সড়কে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল আরোহী আশিকুজ্জামান মারাত্মক আহত হন।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে ঘাতক প্রাইভেটকারটি জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম জানান, নিহত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version