Home সারাদেশ লালপুরে ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালপুরে ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

14
0

স্বাধীন আলম হোসেন,নাটোর প্রতিনিধি:

নাটোরের লালপুরে আজ ২০ শে জুন শুক্রবার বিকেল ৩টা ৩০ মিনিটে লালপুর স্টেডিয়াম এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটি যৌথ চেকপোস্ট স্থাপন করে ১১০ পিস ইয়াবাসহ ইমন নামে এক যুবকে আটক করা হয়েছে।
আটককৃত ইমন বনপাড়া হালুয়া গ্রামের বাবলুর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোঃ ইমন স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের অবৈধ ব্যবসায় জড়িত। স্থানীয় এলাকায় তিনি একজন চিহ্নিত ও কুখ্যাত মাদক কারবারি হিসেবে পরিচিত।
সেনাবাহিনীর এই সাঁড়াশি অভিযানে মাদক ব্যবসায়ীর গ্রেফতার হওয়া প্রমাণ করে—মাদকবিরোধী যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ় ও আপসহীন। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।
পরে আটককৃত ব্যক্তি ও জব্দকৃত ইয়াবা লালপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here