Home সারাদেশ ফকিরহাটে এইস‌এসসি পরিক্ষার্থীদের নিয়ে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান

ফকিরহাটে এইস‌এসসি পরিক্ষার্থীদের নিয়ে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান

0

মোঃ হাফিজুর রহমান,বাগেরহাট জেলা প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাটে আসন্ন এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রবিবার (২২ জুন) বিকালে উপজেলার আলহেরা ফাজিল মাদ্রাসার মিলনায়তনে উপজেলা পশ্চিম সাংগঠনিক শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় উপজেলা পশ্চিম শাখা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার সভাপতি মাওলানা মোরশেদ আলম।

শাখা সেক্রেটারি হাফেজ ইউনুস এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার এইচ,আর,ডি সম্পাদক আব্দুল্লাহ আল সিনান, খানজাহান শিল্পী গোষ্ঠীর পরিচালক সাইফুল ইসলাম, ফকিরহাট পশ্চিম থানার সাবেক সভাপতি সেলিম মোড়ল ও দেলাওয়ার খান লাবিব।

প্রধান অতিথি মাওলানা মোরশেদ আলম তার বক্তব্যে পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সব সময় পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে বলে অঙ্গীকার করেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা, মনোবল ও নৈতিকতা বৃদ্ধির পাশাপাশি সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতেই এ ধরনের আয়োজন করে থাকে ইসলামী ছাত্রশিবির। ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষা সহায়তা, নৈতিক দিকনির্দেশনা ও মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা।

আলোচনা শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া করা হয়। পরে পরীক্ষার্থীদের মাঝে উপহারস্বরূপ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version