Home শীর্ষ সংবাদ বাকৃবি ছাত্রদলে গ্রুপিং শোডাউন, নতুন কমিটি, নতুন নেতৃত্ব নিয়ে আলোচনার ঝর

বাকৃবি ছাত্রদলে গ্রুপিং শোডাউন, নতুন কমিটি, নতুন নেতৃত্ব নিয়ে আলোচনার ঝর

71
0

ময়মনসিংহ প্রতিনিধি:

বছরের শুরুতে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এ ছাত্রদলের কর্মী সমাবেশ সম্পন্ন হয়েছে। এর পর থেকেই চলছে বাকৃবি ছাত্রদলের বিভিন্ন গ্রুপের আলাদা আলাদা সভা, সমাবেশ এবং শোডাউন। তারই ধারাবাহিকতায় ঈদেরছুটি কাটিয়ে আবার ক্যাম্পাসে সরব হয়েছে বাকৃবি ছাত্রদল। গতকাল রবিবার মিছিল নিয়ে শোডাউন করতে দেখা গেছে বিভিন্ন গ্রুপকে।

রবিবার বিকেলে বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মোঃ আতিকুর রহমান আতিক মিছিল করে। তবে তার মিছিলের পিছনে অধিকাংশ বহিরাগত ছিলো বলে অনেকে প্রশ্ন তোলে। তবে খোঁজ নিয়ে জানা যায় বহিরাগতদের অনেকেই বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী দীঘারকান্দা এলাকার স্থানীয় ছাত্রদল কর্মী।

কিছুক্ষণ পরই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের যুগ্ম আহবায়ক মোঃ তরিকুল ইসলাম তুষার এর নেতৃত্বে বিভিন্ন হলের নেতাকর্মী কে মিছিল সহ শোডাউন করতে দেখা যায়।
সর্বশেষ সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম শফিক এর গ্রুপ এবং উত্তর বঙ্গের গ্রুপ (স্বপ্নীল) একসাথে মিছিল সহকারে নিজেদের অবস্থান জানান দেন।

এতোদিন আতিক, শফিক এবং শোয়াইব একসাথে প্রোগ্রম ও শোডাউন করলেও আজ আতিক কে আলাদা প্রোগ্রাম করতে দেখে অনেকের মনে কৌতুহল সৃষ্টি হয়েছে। একই দিনে বাকৃবি ছাত্রদলের সকল গ্রুপের আলাদা আলাদা শোডাউন ক্যাম্পাসে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। বিভিন্ন হল, জব্বারের মোড়, কেআর মার্কেট সহ সকল চায়ের আড্ডায় সর্বত্র এখন বাকৃবি ছাত্রদলের নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা। কারা পাচ্ছে বাকৃবি ছাত্রদলের আগামী নেতৃত্ব!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here