Home সারাদেশ উলিপুরে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং চালু নিয়ে মানববন্ধন

উলিপুরে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং চালু নিয়ে মানববন্ধন

0

রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং চালুর জন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর খাবার সরবরাহ কর্মসূচি) চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ জুন) বিকেল পাঁচ টায় উপজেলা চত্বরে এ মানববন্ধনে শিক্ষক শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ অংশ নেয়। মানববন্ধন শেষে একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ সংগঠনের আহ্বায়ক সহকারী শিক্ষক রাকিবুল হাসান রাশেদ, সদস্য সচিব জোবায়দুল ইসলাম সাবেক উপজেলার চেয়ারম্যান মোঃ হায়দার আলী মিয়া সদস্য সচিব উলিপুর উপজেলা বিএনপি,জাতীয় নাগরিক পার্টি উলিপুর উপজেলার সমন্নয়ক মাওলানা সিরাজুল ইসলাম ।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, জেলার নয়টি উপজেলার মধ্যে সাতটি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং এর আওতায় আনার ঘোষণা করা হয়েছে। সেখানে উলিপুর উপজেলাকে বঞ্চিত করা হয়েছে। মঙ্গা কবলিত ও নদীবেষ্টিত উপজেলাটির শিশুরা বিভিন্ন দিক থেকে সুবিধাবঞ্চিত। এর মধ্যে অন্যতম হলো বাল্য বিবাহ,মাদক প্রবণতা ও শিশুশ্রম। সারাদেশ তথা জেলার অন্যান্য উপজেলার মত শিশুরা যদি স্কুল ফিডিং প্রোগ্রামের আওতায় না আসে, তবে আরও বেশি শিশু ঝরে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তাই শিশুদের বিদ্যালয়মুখী করে এবং পড়ালেখায় উৎসাহি করতে উপজেলাটি স্কুল ফিডিং প্রকল্পের অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version