Home সারাদেশ জামালপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন, জরিমানার টাকা ধর্ষিতাকে দেওয়ার নির্দেশ

জামালপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন, জরিমানার টাকা ধর্ষিতাকে দেওয়ার নির্দেশ

0

জাকিরুল ইসলাম বাবু,জামালপুর প্রতিনিধি:

জামালপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে বছির উদ্দিন(২৯) নামের যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানার টাকা ভিকটিম মামলার বাদী প্রাপ্ত হবেন।

বৃহস্পতিবার (৩জুলাই) দুপুর ১২ টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু মো: আসিমুল এহসান এ রায় ঘোষনা করেন। আসামি বছির উদ্দিন বকশিগঞ্জ উপজেলার নতুন টুপকারচর এলাকার আবুল হোসেনের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বাদী পক্ষের মামলা পরিচালনা করেন আইনজীবী ফজলুল হক ও বিবাদী পক্ষের মামলা পরিচালনা করেন আইনজীবী মোবারক হোসেন। পরে আসামীকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ এর পিপি আইনজীবী ফজলুল হক জানান,মামলার বাদী মোছা: রেখা খাতুনের সাথে বিবাদী বছির উদ্দিনের সাথে প্রেম ভালবাসার সম্পর্ক গড়ে উঠে। যার ফলে বিয়ের প্রলোভনে রেখাকে একাধিকবার দৈহিক সম্পর্ক করার প্রস্তাব দিলে বাদী রেখা খাতুন তার প্রস্তাব প্রত্যাখান করলে ২০১৫ সালের ১০ জুন ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে বছির উদ্দিন। পরে রেখা খাতুন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় ২০১৫ সালের ২৫ জুন বকশিগঞ্জ থানায় মামলা দায়ের করে। পরে তদন্তকারী কর্মকর্তা পুলিশ রিপোর্ট প্রদান করলে ৮ জন স্বাক্ষী আদালতে জবাব বন্দী প্রদান করে। আসামীর আইনজীবীও জেরা করে। আদালতে আসামী বছির উদ্দিন দোষী প্রমাণিত হওয়ায় আসামীকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ যাবজ্জীবন ও ১ লক্ষ টাকা জরিমানা করে রায় ঘোষনা করেন। ১ লক্ষ টাকা বাদী পাবে। আমরা এ রায়ে সন্তুষ্ট।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version