Home সারাদেশ এনসিপির উপর হামলায় রংপুরে জেলা ও মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল

এনসিপির উপর হামলায় রংপুরে জেলা ও মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল

0

রংপুর প্রতিনিধি:

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে এনসিপির উপর ফ্যাসিষ্ট ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ছাত্রলীগের হামলা, অগ্নিসংযোগ এবং নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, রংপুর মহানগর ও জেলা শাখা।

বৃহস্পতিবার (১৭ জুলাই ) বিকেলে রংপুর নগরীর টাউনহল চত্বর থেকে বিক্ষোভ মিছিল আরম্ভ হয়ে  শহরের পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড় ও গ্র্যান্ড হোটেল মোড় প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল,  রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ এটিএম আযম খান, সাবেক মহানগর নায়েবে আমির অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজল, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, মহানগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী, আল আমিন হাসান, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর-দিনাজপুর সরকারি অঞ্চল পরিচালক অধ্যাপক আবুল হাসেম বাদল, ফেডারেশনের রংপুর মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট কাওছার আলী, তা’য়ালীমূল কুরআন বিভাগের রংপুর বিভাগীয় দায়িত্বশীল মাওলানা শাহজাহান সিরাজ সহ আরো অনেকে।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মাহবুবুর রহমান বেলাল, তিনি বলেন গতকালকে এনসিপির উপরে আওয়াবী সন্ত্রাসীদের হামলায় সরকারের ব্যর্থতার প্রমাণ হয়েছে, আমরা ২৪ ঘন্টার আল্টিমেটাম দিচ্ছি। আগামী ২৪ ঘন্টার মধ্যে গোপালগঞ্জের ব্যর্থ প্রশাসনের সদস্যদেরকে বহিষ্কার করতে হবে। সেই সাথে  ঘটনায় জড়িত আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন, জামায়াতের রংপুর মহানগর আমির উপাধ্যক্ষ এটিএম আযম খান। এসময়  তিনি বলেন, গোপালগঞ্জে এনসিপির উপরে আওয়ামীলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী হামলার মধ্য দিয়ে তারা সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তাদের এই ষড়যন্ত্র বাংলার জমিনে বাস্তবায়ন করতে দেয়া হবে না। এ সময় আগামী ১৯ জুলাই ঢাকায় জামায়াতের মহাসমাবেশ বাস্তবায়নের উদাত্ত আহ্বান জানিয়ে তার বক্তব্য শেষ করেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version