Home সারাদেশ পাইকগাছায় ১৬ জুলাই শহিদ দিবস পালিত

পাইকগাছায় ১৬ জুলাই শহিদ দিবস পালিত

0

মোঃ রাজু আহম্মেদ খুলনা

১৬ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ জুলাই শহিদ দিবস উপলক্ষে পাইকগাছায় শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে হয়েছে।

বুধবার(১৬ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, প্রভাষক লুৎফা ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল।

উপজেলা এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়ার সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ডাঃ আঃ মজিদ, জামায়াত নেতা মাওঃ আমিনুল ইসলাম।

এসময়ে আরো উপস্থিত ছিলেন, বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারী পরিচালক নাহিদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, ফুড অফিসার মোঃ হাসিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, পৌর বিএনপির আহবায়ক আসলাম পারভেজ, বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, আবুল, পৌর আমীর মাওঃ আসাদুল ইসলাম, এসকে মহিবুল্লাহ, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, সহকারী কৃষি কর্মকর্তা এসএম মনিরুল হুদা, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সমন্বয়ক নয়ন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও জুলাই শহিদ পরিবার সহ সাংবাদিক বৃন্দ।

আলোচনা সভা শেষে একই স্থানে দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতীব মুফতী আশরাফুল ইসলাম রহমানী।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version