Home সারাদেশ কপিলমুনিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন বদরুল আলম

কপিলমুনিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন বদরুল আলম

0

মোঃ রাজু আহম্মেদ, খুলনা:

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্যানেল চেয়ারম্যান-২ মোঃ বদরুল আলম।

৩১ জুলাই (বৃহস্পতিবার) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যদের সর্বসম্মতিক্রমে গৃহীত রেজুলেশনের ভিত্তিতে তাকে এই দায়িত্ব অর্পণ করা হয়।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নির্বাচিত সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সচিব ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণের পর মোঃ বদরুল আলম বলেন, “আমি ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করতে বদ্ধপরিকর। সকল সদস্যকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে উন্নয়ন ও সেবা কার্যক্রম পরিচালনা করব।”

স্থানীয়দের প্রত্যাশা, তার সুদক্ষ নেতৃত্বে কপিলমুনি ইউনিয়ন পরিষদের সেবামূলক কর্মকাণ্ড আরও গতিশীল ও স্বচ্ছ হবে।

উল্লেখ্য, এর আগে কপিলমুনি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ইউনুস আলী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলার আসামি হিসেবে পলাতক ছিলেন। গত ২৭ জুলাই ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ভোমরা স্থলবন্দর থেকে পুলিশ তাকে আটক করে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তার অনুপস্থিতিতে ইউপি পরিচালনায় শূন্যতা দেখা দিলে সর্বসম্মত সিদ্ধান্তে বদরুল আলমকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version