Home আন্তর্জাতিক মালয়েশিয়ায় আসতে না পারা কর্মীদের জন্য খুশির খবর দিলো মালয়েশিয়া

মালয়েশিয়ায় আসতে না পারা কর্মীদের জন্য খুশির খবর দিলো মালয়েশিয়া

58
0

মো:নুরুল ইসলাম সুজন মালয়েশিয়া।-
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশে আটকে পড়া মালয়েশিয়ায় গমনেচ্ছু কর্মীদের নতুন করে সুখবর দিয়েছে দেশটির সরকার

শুক্রবার (১ আগস্ট) কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এতে বলা হয় যারা ৩১ মে, ২০২৪ তারিখের মধ্যে যারা মালয়েশিয়ায় আসতে পারেননি তাদের মধ্য হতে BOESL (Bangladesh Overseas Employment and Services Limited) এর মাধ্যমে মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্যে মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হতে অনুমোদন পাওয়া গেছে। মালয়েশিয়া সরকার কন্সট্রাকশান/ট্যুরিজম সেক্টরে উক্ত কর্মীদের নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বর্ণিত সেক্টরে (কন্সট্রাকশান/ট্যুরিজম) উক্ত কর্মীদের আনয়নের লক্ষ্যে চাহিদাপত্র (Demand Letter) সত্যায়নের জন্য সংযুক্ত চেকলিস্ট অনুযায়ী সকল তথ্যাদি FWCMS (Foreign Workers Centralized Management System) এর অনলাইন পোর্টালে দাখিল করে দাখিলকৃত সকল তথ্যাদির মূল কপি এবং এক সেট ফটোকপি বাংলাদেশ হাইকমিশনে জমা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here