Home সারাদেশ কোম্পানীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

0

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির এবং সঞ্চালনা করেন সদস্য সচিব নুর উদ্দিন ফরহাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও বসুরহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আবদুল মতিন লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, বসুরহাট পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মমিনুল হক, বসুরহাট পৌরসভার সাবেক সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক। কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুদ্দিন হায়দার প্রমুখ।

এই কর্মী সভাটি কেন্দ্রীয় কর্মসূচি ও নির্দেশনার আলোকে আয়োজিত হয়। সভায় স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত থেকে দলের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version