Home আন্তর্জাতিক প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার , মালয়েশিয়ায় মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার , মালয়েশিয়ায় মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা

109
0

মোঃ নুরুল ইসলাম সুজন, মালয়েশিয়া প্রতিনিধিঃ

কুয়ালালামপুর, (১২ আগস্ট ২০২৫) বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, প্রবাসীদের এই অবদানের স্বীকৃতি দিতে এবং আগামী নির্বাচনে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে।

মঙ্গলবার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, আমরা দায়িত্ব গ্রহণের পর থেকে চেষ্টা করেছি প্রবাসীদের সঙ্গে আলোচনা করতে, তাদের কথা শুনতে। অনেক অভিযোগ রয়েছে, এবং সেগুলো ন্যায্য। আমরা ধারাবাহিকভাবে সমাধানের চেষ্টা করছি।
পাসপোর্ট জটিলতা নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও সরকারি সেবা সহজলভ্য করতে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের সংযুক্ত করতে একটি বিশেষ অ্যাপ তৈরির কাজ চলছে।

দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, দেশের পরিস্থিতি এখন অনেকটাই স্বস্তির জায়গায় ফিরেছে। নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে আমরা প্রস্তুত। নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে এবং তারা প্রস্তুতি নিচ্ছেন।
সভায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল উপস্থিত ছিলেন। প্রবাসীদের দূতাবাসে জনবল বৃদ্ধি, শিক্ষার্থীদের গ্র্যাজুয়েট প্লাস ভিসা, অনিয়মিতদের নিয়মিতকরণ এবং বাণিজ্য-শিল্প সহযোগিতা বিষয়ে মালয়েশিয়া কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার বিষয়ও সভায় উঠে আসে।

এদিকে প্রধান উপদেষ্টার সাথে মতবিনিময়ের সুযোগ না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন রাজনৈতিক ও অন্যান্য সংগঠনের প্রতিনিধিরা। দূতাবাস কর্মকর্তাদের যোগ সাজোসে কম সংখ্যক প্রবাসীদের কথা বলার সুযোগ দেয়া হয় বলে তারা দাবী করেন। সেই সাথে আওয়ামী সরকার কর্তৃক নিয়োগ প্রাপ্ত দূতাবাসের কর্মকর্তাদের নিয়োগ বাতিলের দাবী জানান উপস্থিত প্রবাসীরা।

এসময় বিভিন্ন পেশা, শ্রেণি, সংস্থা ও ব্যবসায়ী প্রতিনিধিরা মতবিনিময় সভায় অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here