মনিরুজ্জামান(মনি)মিয়া, বোয়ালমারী প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা আকিজ জুটমিল এলাকায় চোর সন্দেহে এক জনকে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে অমানবিক ভাবে পিটিয়েছে এলাকাবাসী। গত মঙ্গলবার (১২ আগস্ট) রাতে মারপিটের এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকেলে ঝুলিয়ে পিটানোর ভিডিও করে। ভাইরাল হওয়ার জন্য ধারনকৃত ভিডিও ফেসবুকে ছেড়ে দেন। লোকসমাজে প্রকাশ পেলে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়।
আড়ায় ঝুলিয়ে পিটুনির ঘটনায় শুক্রবার (১৫ আগস্ট) স্থানীয় থানায় মামলা হয়। মামলা বোয়ালমারী থানা ইনচার্জ মাহমুদুল হাসান মামলাটি আমলে নিয়ে অফিসারদের দিয়ে অভিযান চালিয়ে ৩ আসামিকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতদের শুক্রবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, চোর সন্দেহে যাকে পিটুনি দেওয়া হয়েছে উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামের সালাম সিকদারের ছেলে আহাদ সিকদার (৩০)। আহাদ সিকদার শুক্রবার নিজে বাদি হয়ে বোয়ালমারী থানায় মামলা করেন। মামলা নং ২১। মামলায় ডোবরা গ্রামের আলতাফ শেখের ছেলে সাদ্দাম শেখকে (৩০) প্রধান করে ১২ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞত আরও ১০-১২ জনকে মামলায় আসামি করা হয়েছে। উপজেলা যুবদলের সদস্য কালাম শেখের নামও আসামি তালিকায় রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। থানা পুলিশ আসামি সাদ্দাম শেখ (৩০), সুৃরুজ শেখ (২১) ও ইসমাইল শেখকে (২১) গ্রেপ্তার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শিমুল মোল্যা বলেন, আসামি সাদ্দাম আর সুরুজ দুই ভাইকে ডোবরা গ্রামের বাড়ি থেকে আর ইসমাইল শেখ আলফাডাঙ্গা উপজেলার যুগিবরাট গ্রামের ওসমান শেখের ছেলে। তাকে ডুবরা মিলগেট থেকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, আহাদ সিকদার থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দিলে আমরা মামলা নথিভূক্ত করি। সে একজন পেশাদার চোর। তার বিরুদ্ধে একটি মামলার তথ্য জানা গেছে। আরও মামলা আছে কি না, তা খোঁজা হচ্ছে। তবে সে চোর হোক আর যাই হোক তাকে তো অমানবিকভাবে পিটানো যাবেনা। তার জন্য আইন-আদালত আছে। তাকে আগে যখন থানায় দেওয়া হয়েছিল, তখন সে মারপিট করার কথা বলেনি। তখন বললে আমরা আগেই মামলা করার ব্যবস্থা করতাম। ৩ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে চালান করা হয়েছে। সাদ্দাম শেখ হকিস্টিক দিয়ে নিজেই পিটাচ্ছিল এ ভিডিও ভাইরাল এটাই বাস্তব প্রমান মিলে সে এর মূল নায়ক। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।