Home আন্তর্জাতিক নতুন বাংলাদেশ গড়তে হলে নতুন সংবিধানই একমাত্র পথ-আলমগীর আকাশ

নতুন বাংলাদেশ গড়তে হলে নতুন সংবিধানই একমাত্র পথ-আলমগীর আকাশ

0

মো:নুরুল ইসলাম সুজন, মালয়েশিয়া প্রতিনিধি:

নতুন বাংলাদেশ গড়তে হলে নতুন সংবিধানই একমাত্র পথ। কুয়ালালামপুরের পুত্রজায়ায় NCP Diaspora Alliance Malaysia শাখার আহ্বায়ক আলমগীর আকাশ এক সাক্ষাৎকারে একথা বলেন।

তিনি আরও বলেন স্বাধীনতার ৫০ বছর পরও আমরা দেখছি—রাষ্ট্রের মৌলিক কাঠামো, জনগণের অধিকার এবং গণতন্ত্রকে পরিবারতান্ত্রিক রাজনীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ ও অসাংবিধানিক সংশোধনীগুলো ধ্বংস করেছে। বিদ্যমান সংবিধান বারবার শাসকগোষ্ঠীর স্বার্থে পরিবর্তিত হয়েছে, কিন্তু জনগণের প্রকৃত অংশগ্রহণ কখনোই নিশ্চিত হয়নি এবং ভবিষ্যতেও হওয়ার চান্স নেই।

আজকের সমস্যার মূল কারণ হলো সংবিধানে ক্ষমতার ভারসাম্যের অভাব, যেখানে সবকিছু কেন্দ্রীভূত। নাগরিক অধিকার কাগজে থাকলেও বাস্তবে রক্ষা পায় না। সংখ্যালঘু, নারী, শ্রমজীবী, প্রবাসী—সবার স্বার্থকে সমানভাবে প্রতিফলন করে না। রাষ্ট্র পরিচালনার ভিত্তি জনগণের হাতে নয়, কিছু পরিবারের হাতে চলে গেছে।

তাই বাংলাদেশের প্রকৃত সমাধান হলো একটি নতুন ও গণতান্ত্রিক সংবিধান। এমন একটি সংবিধান যেখানে জনগণের সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠিত হবে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ থাকবে, সবার সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে এবং সরকার হবে জবাবদিহিমূলক।

NCP যে নতুন সংবিধানের দাবি তুলেছে, এটা মূলত আপনার, আমার, আমাদের সকল সাধারণ বাংলাদেশীদের দাবি। নতুন বাংলাদেশ গড়তে হলে নতুন সংবিধানই একমাত্র পথ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version