পার্বতীপুর:
দিনাজপুরের পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদ্দাম হোসেন অদ্য বৃহস্পতিবার দুপুর বেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেলার অবৈধ লটারীর টিকেট, ড্রামসহ ৯টি অটোরিক্সা আটক করেন। পরে তাদের কাছে মুচলেকা নিয়েছেন।
রংপুর জেলার বদরগন্জের হাসিনা নগর এলাকায় শিল্প মেলার নামে লটারীর টিকেট বিক্রি করছিলো অটো ড্রাইভারগন। ইউএনও’র এই অভিযানে নিরাপত্তা সহায়তা করেন পার্বতীপুর মডেল থানার অফিসারগন। তারা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৯ অটো চালককে আটক করেন।