Home সারাদেশ পাইকগাছায় নদীভাঙন রোধে বেড়িবাঁধ নির্মাণ ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

পাইকগাছায় নদীভাঙন রোধে বেড়িবাঁধ নির্মাণ ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

0

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:

পাইকগাছায় নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং ১৮ মাইল থেকে পাইকগাছা–কয়রা প্রধান সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে পাইকগাছা–কয়রা নাগরিক ফোরামের আয়োজনে গদাইপুর বাজারে এ কর্মসূচি পালিত হয়। মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও খুলনা-৬ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রফিক।

এডভোকেট সরোয়ার মাহবুবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা যুবদল নেতা গাজী ইসতেহাক, স্বেচ্ছাসেবক দল নেতা ফারুক হোসেন, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম নিরব ও মাহফুজুর রহমান, সাবেক ইউপি সদস্য জবেদ আলী, ওয়াহিদুজ্জামান মিন্টু, উপজেলা কৃষকদলের প্রচার সম্পাদক এস এম শাহাবুদ্দিন, কাজী মোস্তফা ও জয়নাল কাজী প্রমুখ।

এসময়ে বক্তারা বলেন, খুলনা-৬ আসনে বিগত দিনে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বিনাভোটে নির্বাচিত হয়ে জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন। তারা অভিযোগ করেন, টেন্ডারবাজি ও লুটপাটের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ পাচার করে এলাকার উন্নয়নকে বাধাগ্রস্ত করেছেন তিনি। এ কারণে বহিরাগত নয় স্থানীয় প্রার্থীর দাবীও তোলেন প্রবলভাবে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও বলেন, দীর্ঘদিন ধরে পাইকগাছা–কয়রা সড়ক বেহাল অবস্থায় রয়েছে, যা জনদুর্ভোগ চরমে তুলেছে। পাশাপাশি নদীভাঙনের কারণে উপকূলীয় এলাকার মানুষ সর্বদা আতঙ্কে দিন কাটাচ্ছেন। এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে জরুরি ভিত্তিতে সড়ক সংস্কার ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান তারা।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version