Home ক্যারিয়ার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯ তম মৃত্যুবার্ষিকী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯ তম মৃত্যুবার্ষিকী

97
0

ডেস্ক রিপোর্ট:

বাংলার অগ্নিকণ্ঠ কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহে ছিলেন বজ্রসম। বাংলার মাটি তাঁকে দিয়েছে বিদ্রোহের অগ্নিশিখা, কলমকে করেছেন বজ্রকণ্ঠের শাণিত তরবারি। আবার প্রেমে তিনি ছিলেন স্নিগ্ধ বর্ষার মতো। নজরুল মানে বজ্রের বজ্রনাদ, আবার ভোরের শিশিরবিন্দুতে প্রেমের ছোঁয়া। বিদ্রোহ আর প্রেমের মহান কবি আজও আছেন আমাদের রক্তে, আমাদের চেতনায়।

তিনি ছিলেন শোষিতের মুক্তির দূত, বঞ্চিতের আশা, নিপীড়িতের আর্তনাদের প্রতিধ্বনি। তাঁর কবিতা ও গান মানুষের অন্তরে জাগিয়েছে বিদ্রোহের আগুন, আবার প্রেমের অফুরন্ত সুর। তিনি ছিলেন দুর্দমনীয় তরুণের প্রতীক, অটল সাহসের প্রতিরূপ, অন্যায়ের বিরুদ্ধে চিরস্থায়ী বিদ্রোহের অনন্ত প্রেরণা।

দারিদ্র, বঞ্চনা, অন্যায়ের শেকল তাঁকে দমাতে পারেনি। বরং সেই কঠিন বাস্তবতাকে তিনি রূপ দিয়েছেন মানবতার ভাষায়, স্বাধীনতার ডাকনে, প্রেমের মহাগানে। তাই তিনি শুধু বিদ্রোহী নন–তিনি অনন্ত প্রেমের প্রতীক, তিনি মহাপুরুষ।

আমরা এসএসসি -৮৬ ব্যাচ, পার্বতীপুর, দিনাজপুর
মহান আল্লাহ পাকের দরবারে উনার আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here