Home সারাদেশ এসপিজিআরসি’র প্রধান পৃষ্টপোষক এম. নাসিম খাঁনের ২০তম মৃত্যু বার্ষিকী পালিত

এসপিজিআরসি’র প্রধান পৃষ্টপোষক এম. নাসিম খাঁনের ২০তম মৃত্যু বার্ষিকী পালিত

22
0

স্টাফ রিপোটার:

এসপিজিআরসি’র প্রধান পৃষ্টপোষক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নেতা মরহুম আলহাজ্ব এম. নাসিম খাঁনের ২০তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গত ২৮ শে আগষ্ট (বৃহস্পতিবার) এসপিজিআরসি রংপুর জেলা শাখার আয়োজনে সকাল থেকে রংপুরের বিস্তারিত কর্মসূচী পালন করা হয়।

কর্মসূচীর মধ্যে ২নং ইস্পাগানী ক্যাম্পস্থ
এসপিজিআরসি রংপুর জেলা কার্যালয়ে সকাল ১০টায় এক স্বরণ ও শোক সভা অনুষ্ঠিত হয়। এসপিজিআরসি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মো: হারুন অর রশিদ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বরণ ও শোক সভায় সংগঠনের প্রধান পৃষ্টপোষক মরহুম আলহাজ্ব এম. নাসিম খাঁনের জীবনী নিয়ে আলোচনা করেন এসপিজিআরসি চট্টগ্রাম হালি শহর শাখার যুগ্ন সাধারন সম্পাদক মো: সোহেল আশরাফি, রাউফাবাদ শাখার সহ-সভাপতি মো: আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মো: আব্দুল আজিজ রেহান,
সৈয়দপুর ২২টি ক্যাম্পের সভাপতি সৈয়দ মাজিদ ইকবাল, সাধারন সম্পাদক আব্দুল লতিফ, এসপিজিআরসি গাইবান্ধা জেলার সহ-সভাপতি মো: ইলিয়াস, সাধারণ সম্পাদক আবু বক্কর, সদস্য আব্দুল মমিন খান রংপুর মহানগর বিএনপির অন্যতম সদস্য জামিল খান, এসপিজিআরসি রংপুর জেলা শাখারসভাপতি মো: শরফুদ্দিন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ৩নং ইস্পাহানী ক্যাম্প ইনচার্য খুরশেদ আলম মুন্না, সহ-সভাপতি মাহামুদ আনছারী, সহ-সাধারন সম্পাদক খোরশেদ আলম মুন্না, অর্থ সম্পাদক নাসিম শেখ, প্রচার সম্পাদক আলী আহমেদ, অফিস প্রধান মোঃ আবু তৈয়ব হোসেন ও সদস্য মো: জসিম, ইরফান মাষ্টার বিভিন্ন ক্যাম্পের ইনচার্য ও এসপিজিআরসি রংপুর জেলার অন্যান্য সদস্যবৃন্দ।
শোক ও স্বরণ সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওবাট স্কুলের প্রজেক্ট অফিসার শাহীনুর রহমান গুড্ডু।

পরে দুপুর ১২টায় রংপুর রেল স্টেশন কবর স্থানে মরহুম আলহাজ্ব এম. নাসিম খাঁনের কবর জিয়ারত ও পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা অর্পণ করে নিবেদন করেন এসপিজিআরসি চট্টগ্রাম হালি শহর শাখা, এসপিজিআরসি গাইবান্ধা জেলা শাখা, এসপিজিআরসি রংপুর জেলা শাখা, ২নং ইস্পাহানি ক্যাম্প, এন আর সি ক্যাম্প ও ওবাট স্কুলসহ বিভিন্ন সংগঠন ও মহল্লার নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here