Home সারাদেশ পীরগাছায় ঘাস মারা ঔষধ দিয়ে কৃষকের ধান গাছ নষ্ট

পীরগাছায় ঘাস মারা ঔষধ দিয়ে কৃষকের ধান গাছ নষ্ট

0

পীরগাছা প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় রোপণকৃত আমন ধান ক্ষেতে ক্ষতিকারক কীটনাশক স্প্রে করে ৪০ শতক জমির ধান গাছ নষ্ট করে দিয়েছে প্রতিপক্ষ। এতে করে আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী কৃষক ইয়াকুব আলী ও হাসেন আলী দুই ভাই।

ঘটনাটি ঘটেছে উপজেলার ২নং পারুল ইউনিয়নের ১নং ওয়ার্ডের গুঞ্জুর খাঁ গ্রামে। শুক্রবার  সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় ধান ক্ষেত মরে হলুদ রং ধারণ করছে।

ভুক্তভোগী কৃষক ইয়াকুব আলী ও হাসেন আলী বলেন আমরা ৯৬ শতক জমিতে আমন ধান রোপণ করি। কিন্তু পূর্ব শত্রুতার জেরে ওই এলাকার মৃত সনসুর আলীর শেখের ছেলে  নুর ইসলাম (৬০) আরেক ভাই  নুর আলম (৫৫) , মৃত আজিমউদ্দিনের ছেলে আজিজুল ইসলাম পুটু (৬৫), আব্দুর রহিমের ছেলে মোঃ বায়জিদ (২৭), এবং মৃত আঃ রহমানের ছেলে রুহুল আমিনসহ গত ২২ জুলাই শুক্রবার রাতে ক্ষতিকর ঘাসমারা ওষুধ স্প্রে করেন। এতে ধানগাছ বিবর্ণ হয়ে মরে যায় বলে অভিযোগ করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক ইয়াকুব আলী  ও হাসেন আলী আরো জানান, প্রতিপক্ষের সাথে তাদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। সেই শত্রুতার জেরে রাতের আঁধারে আমাদের ৯৬ শতক জমির ধান ক্ষেতে ঘাস মারা ওষুধ স্প্রে করে পুড়িয়ে দেয়া হয়। আমরা এর সঠিক বিচার চাই।

তিনি সংশ্লিষ্ট থানায় একটি অভিযোগ দাখিল করেছেন বলে জানান।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version