Home সারাদেশ তারেক রহমান কতৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ও রংপুর-৩ আসনের...

তারেক রহমান কতৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ও রংপুর-৩ আসনের নির্বাচন শির্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

0

ডেস্ক রিপোর্ট:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও রংপুর সদর -৩ আসনের নির্বাচন শির্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর ) সন্ধায় রংপুর নগরীর মাহিগঞ্জ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, সভাপতিত্ব করেন রংপুর জেলার প্রবিন নেতা আলহাজ্ব লোকমান হোসেন মোল্লা।

প্রধান অতিথি আনিছুর রহমান লাকু বক্তব্যে বলেন, বাংলাদেশে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য বিএনপি নিরলস রাত-দিন কাজ করে যাচ্ছে। বিএনপির ঘোষিত ৩১ দফার অন্যতম এক দফা হলো জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার রূপরেখা। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ভোটাধিকার নিশ্চিত করা, রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন করে সত্যিকারের জনগণের সরকার প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য।

রংপুর জেলার সাবেক ছাত্রদল নেতাও যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল নুরে এলাহী বক্তব্য বলেন, তারেকে রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমরা সকলে ঐক্য বদ্ধ আছি। বেগম খালেদা জিয়ার মিথ্যা মামলা ও জেল জলুম ও সন্তান হারা তার এই ত্যাগের বিনিময় গুলো কেন জুলাই সনদে উল্লেখ করা হয়নি। এটা বরই দুঃখ জনক।
তিনি আরো বলেন রংপুর সদর -৩ আসনে কোন বহিরাগতদের যেন নমিনেশন দেওয়া না হয় সে বিষয়ে সকল নেতৃবৃন্দের প্রতি খেলাল রাখতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা কৃষক দলের আহবায়ক মো. আনোয়ার শাহাদাৎ, রংপুর জেলা মৎস্যজীবী দলের আহবায়ক মো. মোজাম্মেল হক, রংপুর মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি ফরহাদ হোসেন পিন্টু, রংপুর জেলা তাতী দলের সহ-সভাপতি মো. আব্দুল বাতেন, রংপুর মহানগর ২৯ নং ওয়ার্ড সহ-সভাপতি তৌহিদুল ইসলাম লেবু, সদস্য আরিফ ইসলাম খোকন,  বিএনপি নেতা মিজানুর রহমান আঙ্গুর সহ প্রমুখ।

এ সময় আরো বিপুল সংখ্যক বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version