Home সারাদেশ জলঢাকায় ভোক্তা অধিকারের অভিযান, দুইজনকে জরিমানা

জলঢাকায় ভোক্তা অধিকারের অভিযান, দুইজনকে জরিমানা

0

কামরুল ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধি :

নীলফামারীর জলঢাকায় ভোক্তা অধিকার অভিযান পরিচালনা করে দুইজন ব্যবসায়ীকে জরিমানা করেছে।

১৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২’০০ টায় জলঢাকার গোলমুন্ডা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব সামসুল আলম ও নিরাপদ খাদ্য অধিকারের জেলা কর্মকর্তা পুলিশ সাথে নিয়ে আকস্মিক অভিযান পরিচালনা করেন। অভিযানে গোলমুন্ডা বাজারের রাসায়নিক সার ব্যবসায়ী আনোয়ার হোসেন মতিনকে সারের মুল্য তালিকা টাঙানো না থাকার অভিযোগে পাঁচ হাজার টাকা ও হোটেল ব্যাবসায়ী কাজলকে খাবারে হাইড্রোজ মেশানোর অপরাধে তিন হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা তাৎক্ষনিক আদায় করে রসিদ প্রদান করা হয়।

অভিযান শেষে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং এ ভোক্তা অধিকার কর্মকর্তা বলেন, প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তাঁরা অভিযান পরিচালনা করছেন। তবে, অভিযোগ ছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষন ও নিশ্চিত করার প্রয়োজনে তাঁরা মাঝে মাঝে এ অভিযান পরিচালনা করে থাকেন। ভোক্তা অধিকার ক্ষুন্ন হলে যথাযথ প্রমান রেখে তিনি অভিযোগ করার জন্যে উপস্থিত উৎসুক জনতাকে উৎসাহিত করেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version