মো:নুরুল ইসলাম সুজন মালয়েশিয়া:
মালয়েশিয়ার কুয়ালালামপুরে আগামী ২৩ অক্টোবর ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক জোট আসিয়ানের ৪৭তম সম্মেলন। এ উপলক্ষে পুরো শহরের কেন্দ্রীয় এলাকা থাকবে কঠোর নিরাপত্তা ও পূর্ণ লকডাউনের আওতায়।
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান জানিয়েছেন, ২৩ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় দেশজুড়ে প্রায় ১৬ হাজার পুলিশ মোতায়েন করা হবে। যাদের একটি বড় অংশ পার্শ্ববর্তী রাজ্যগুলো থেকে রাজধানীতে আনা হবে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রী বলেন, ‘কুয়ালালামপুর সিটি সেন্টার পুরোপুরি লকডাউনের আওতায় থাকবে এবং নিরাপত্তার বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।
মালয়েশিয়া প্রবাসীরা এই মাসের ২৩ থেকে ২৮ তারিখে কুয়ালালামপুরের রাস্তায় বৈধ অবৈধ প্রবাসীরা সাবধানে চলুন। অপ্রয়োজনীয় বিনা কারণে না বের হওয়াই ভালো।
সম্মেলনের মাঝে ২৬ অক্টোবর ট্রাম্পের অংশ নেয়ার কথা রয়েছে। ট্রাম্পের সম্ভাব্য সফরের প্রতিবাদে গত সপ্তাহে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ থেকে আসিয়ান সম্মেলনে ট্রাম্পের উপস্থিতি বাতিলের দাবি উঠেছে।
এ বিষয়ে গত ৫ অক্টোবর মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী ড. আহমদ জাহিদ হামিদি বলেন, আসিয়ান শীর্ষ সম্মেলনে ট্রাম্পের অংশগ্রহণ আয়োজক দেশ হিসেবে মালয়েশিয়ার কোনো একক সিদ্ধান্ত নয়, বরং এটা আসিয়ান সদস্য রাষ্ট্রগুলোর সম্মিলিত সিদ্ধান্ত।
তিনি আরও বলেন, বর্তমান আসিয়ান সভাপতি হিসেবে মালয়েশিয়া ১০ আসিয়ান সদস্য দেশের সম্মিলিত সিদ্ধান্তকে সম্মান করে। মালয়েশিয়া আসিয়ানের কূটনৈতিক ঐকমত্য মেনে চললেও গাজা ও ফিলিস্তিন সম্পর্কিত বিষয়ে যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের হস্তক্ষেপের বিরুদ্ধে একটি দৃঢ় অবস্থান বজায় রাখবে।
