Home আন্তর্জাতিক মালয়শিয়া বিএনপি শাখার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

মালয়শিয়া বিএনপি শাখার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

18
0

মো:নুরুল ইসলাম সুজন মালয়েশিয়া:

বিএনপি মালয়েশিয়া ও অঙ্গ সংগঠন কর্তৃক বিভিন্ন কর্মসুচির মাধ্যমে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।

কুয়ালালামপুর, (৮ই নভেম্বর ২০২৫ রোজ শনিবার) আম্পাং অবস্থিত হোটেল জি টাওয়ারের হল রুমে বিএনপি মালয়েশিয়া, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্দোগে পালিত হয়েছে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।

ভার্চুয়াল, আলোচনা ও দোয়া কর্মসুচির মধ্যে দিয়ে শুরু হয় ঐতিহাসিক এই দিনটি। পবিত্র কোরান তেলাওয়াত, জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীত পরিবেষণের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়। ভার্চুয়ালি প্রধান অতিথি হিসাবে সংযুক্ত ছিলেন, রশিদুজ্জামান মিল্লাত কোষাধ্যক্ষ বিএনপি, বিশেষ অতিথি ছিলেন, এইচ এম সাইফ আলী খান সহ-তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিএনপি।

ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান সভাপতি বিএনপি মালয়েশিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন দলের সাংগঠনিক সম্পাদক মির্জা সালহউদ্দিন ও প্রচার সম্পাদক এস এম বশির আলম।

ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথি রশিদুজ্জামান মিল্লাত বিএনপি মালয়েশিয়ার নেতাকর্মিদের উদ্দেশ্য করে বলেন,বিএনপি মালয়েশিয়ার সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান একজন অভিজ্ঞ ও চৌকশ নেতা, কালিহাতিতে তার নির্বাচনি প্রচার প্রচারনায় তার প্রমান মেলে। বাদলুর রহমানের অত্যাধুনিক ও প্রযুক্তি ভিত্তিক নির্বাচনি প্রচার প্রচারনা যা ভিন্নধর্মি ও জনগণে অকৃষ্ট করে।দলের ও নির্বাচনি প্রচার প্রচারনায় বাদল খানের উদ্দোগ প্রশংসনীয়। তিনি আসছে নির্বাচনে প্রবাসীদেরকে প্রবাস থেকে ভোট প্রদান ও বিএনপির নতুন ও নবায়ন যোগ্য সদস্য নিবন্ধ কার্যক্রম জোরদার করার জন্য প্রবাসী নেতাকর্মিদের প্রতি নির্দেশনা প্রদান করেন।

ভার্চুয়াল অনুষ্ঠানের বিশেষ অতিথি এইচ এম সাইফ আলী খান, প্রবাসে বিএনপির নতুন সদস্য পদ ও নবায়ন যোগ্য সদস্য পদ নিবন্ধন সকলের নিকট সহজিকরণে ভার্চুয়ালি সংক্ষিপ্ত সদস্য ফর্ম পূরণ ও অর্থ প্রদান সমন্ধে প্রদর্শন ও পরামর্শ প্রদান করেন। অনেকে ফর্ম পূরণ কলেও অর্থ প্রদান পর্বে সমাস্যার সম্মুখীন হচ্ছে বলে জানান।

ভার্চুয়াল অনুষ্ঠের সভাপতি বাদলুর রহমান খান সমাপনি বক্তব্যে আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের বিএনপির সদস্য করণ ও ভোট প্রদানে উতবুদ্ধ করতে কর্মসূচি জোরদার করার আহ্বান জানান ও ভোট বানচাল কারীদের নীলনকশা ভেঙে দিতে একাত্মতা বলবত রাখার নির্দেশ দেন। শেষান্তে তিনি জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলোচনা ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন, দলের সহ-সভাপতি তালহা মাহমুদ ও প্রধান বক্তা ছিলেন দলের সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম শাহ। সভাপতির বক্তব্যে তালহা মাহমুদ বলেন, আসছে জাতীয় সংসদ নির্বাচনে ঘরে বসে থেকে জনগণের ভোট পাওয়ার আশা না করে তাদের নিকট যেতে হবে, ৩০ শতাংশেরও অধিক নতুন ভোটারদের ভোট প্রদানে আকৃষ্ট করতে তাদের সন্নিকটে যেতে হবে, সংহতি মজবুত করে গণতন্ত্র প্রতিষ্ঠায় আগামীতে জাতীয়তাবাদের সরকার প্রতিষ্ঠিত করতে জনাব তারেক রহমানের হাতে দেশের দিয়িত্ব তুলে দিতে হবে।

অনুষ্ঠানের প্রধান বক্তা মাহবুব আলম শাহের গঠনমূলক বক্তব্যে দলের নিয়ম শৃঙ্খলা বজায় রেখে দলের প্রতি অনুগত্য থেকে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের অদর্শকে প্রতিষ্ঠিত করতে সকলকে আহ্বান জানান। বিপ্লব ও সংহতি দিবসের স্মরণে সংহতি বজায় রেখে দলের জন্য কাজ করুন, আগামীর নেতৃত্বে আপনার অবস্থান দৃঢ় হবে বলে তিনি উপস্থিত নেতাকর্মিদের আশ্বাস দেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন, দলের সহ-সভাপতি ডঃ এস এম রহমান তন সহ আরো অনেকে।

পরিশেষে স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান অনুষ্ঠানের সভাপতি তালহা মাহমুদ। দোয়া পর্বে দোয়া পাঠ করেন, বুকিট বিন্তাং বাংলা মসজিদের খতিব হাফেজ মৌলানা আবু তাহের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here